বাংলাদেশ নারী দলকে ৮ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। সকালে এমন বড় হার দেখেছে লাল-সবুজের দল। এদিকে অনূর্ধ্ব–১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যুবা দলকে হারিয়েছে বাংলাদেশ।
অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। যেখানে উইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে তারা। বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৩ ওভারে। প্রথমে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা ৫৪ রান করে ৬ উইকেট হারিয়ে। সেই রান ৮.৫ ওভারে তুলে ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে এই জয় লাল-সবুজের জন্য বাড়তি আনন্দের কারণ হবে। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৩ ম্যাচে জয় পায় যুবা টাইগ্রেসরা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে নিশিতা আক্তার ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। আনিসা আক্তার নিয়েছেন ২ উইকেট। উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ ১৬ রান এসেছে অমৃতা রামতাহালের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ফাহমিদা ২৫ বলে ১৪ রানে এবং জুয়াইরিয়া ২৮ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন।
এমএইচ//