আন্তর্জাতিক

এবার আয়রন ডোম বানাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

এবার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ বানাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংবাদমাদধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

গেলো সোমবার দক্ষিণ ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার, যা আমেরিকানদের রক্ষা করবে। এসময় তিনি আয়রন ডোম বানাণর জন্য নির্বাহী আদেশে সই করার কথা জানান। 

নির্বাচনি প্রচারনা চালানোর সময় থেকেই ট্রাম্প প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম বানানোর ইচ্ছা জানিয়ে আসছেন।   

গেলো আগস্টে ডোনাল্ড ট্রাম্প তাঁর এক্স একাউন্টে বলেন, তিনি পৃথিবীর সব থেকে সেরা আয়রন ডোম বানানোর জন্য ধনকুবের ইলন মাস্ককে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন।

আয়রন ডোম একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা, যা ইসরাইল ব্যবহার করে আসছে। এর মাধ্যমে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট ঠেকানো যায়। তবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে এ ব্যবস্থা খুব বেশি কার্যকর নয়। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | আয়রন | ডোম | বানাবে | যুক্তরাষ্ট্র | |