খেলাধুলা

বিসিবির আম্পায়ারদের বেতন যত বাড়লো

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে আম্পায়ার বা অন্যান্য জায়গাগুলোতে যারা আছেন- তাদের বেতন খুব একটা বাড়ার খবর পাওয়া যেত না। অনেকদিন পর কিছু পরিবর্তন চোখে পড়ছে। সম্প্রতি স্থানীয় আম্পায়ার, ম্যাচ রেফারি ও স্কোরারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৫ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড।

বিসিবির পে রোলের আওতায় থাকা ৩৩ জন চুক্তিভুক্ত আম্পায়ারের বেতন কাঠামো অনুমদন করা হয়েছে। আম্পায়ারদের ৮ শ্রেণিতে রেখে বেতন কাঠামো গঠন করে বিসিবির আম্পায়ার্স কমিটি। প্রথমবারের মতো বিসিবির ৮ জন স্কোরারকে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে এটি কার্যকর ধরা হচ্ছে। বেতন ছাড়াও তারা বছরে ২ টি করে বোনাস পাবেন।

নতুন বেতন কাঠামোতে এ+ গ্রেডের একমাত্র আম্পায়ার আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এতদিন পর্যন্ত তার বেতন ছিল ৬৫ হাজার, বর্তমানে যা ২ লাখ টাকা।

গ্রেড এ তে আছেন আইসিসির চার ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ার মাসুদুর রহমান, গাজী আশরাফুল আফসার সোহেল, তানভীর আহমেদ ও নতুন ঢোকা মোর্শেদ আলী খান।

যেখানে মাসুদুর রহমানের বেতন ৫৫ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা, সোহেল ও তানভীরের বেতন ৪৬ হাজার টাকা থেকে বেড়ে ৯০ হাজার টাকা এবং নতুন ইন্টারন্যাশনাল প্যানেলভুক্ত আম্পায়ার মোর্শেদ আলী খানের বেতন ৭০ হাজার টাকা।

গ্রেড বিতে বিসিবি এলিট প্যানেলের ৪ আম্পায়ার। যাদের বেতন ৪৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে।

বেতন কাঠামোর সি গ্রেডে থাকা আইসিসি প্যানেল আম্পায়ার (ডেভেলপমেন্ট), ইমার্জিং প্যানেল আম্পায়ার ও ফার্স্ট ক্লাস প্যানেলে আম্পায়ারদের অভিজ্ঞতা অনুযায়ী ২৫ ও ৩৫ হাজার টাকা। চার নারী আম্পায়ারসহ এই গ্রেডে আছেন ১৯ জন আম্পায়ার।

এ ছাড়া রিজিওনাল প্যানেলের পাঁচ আম্পায়ারের বেতন ২৫ হাজার টাকা করেছে বিসিবি। যারা আগে কেউ ১৫ হাজার, কেউ ১৬ হাজার ৫০০ টাকা এমন বেতন পেতেন।

আম্পায়ারদের বেতন বাড়ার পাশাপাশি বিসিবির ম্যাচ রেফারি ও স্কোরারদের বেতনও বৃদ্ধি পেয়েছে।

 

এমএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আম্পায়ার | বেতন | বিসিবি