আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বিমান সংস্থা এয়ার বুসানের একটি এয়ারবাস বিমানে মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংকের উদ্দেশ্যে উড্ডয়নের সময় এই ঘটনা ঘটে। দেশটির অগ্নি নির্বাপণ কর্তৃপক্ষের বরাতে বার্তা সস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।  

বিমানটিতে থাকা ১৬৯ জন যাত্রী ও ৭জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়ার হয়েছে। তবে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বলছে, বিমানের লেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বিশ্বে বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪ বলছে, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি এয়ারবাস কোম্পানির এ৩২১ মডেলের। অন্যদিকে বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এয়ারবাস জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। বিমান সংস্থা এয়ার বুসানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

উল্লেখ্য, এই ঘটনার এক মাস আগে দক্ষিণ কোরিয়ায় জিজু এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ দুর্ঘটনায় বিমানটিতে থাকা ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জন মারা যান। ব্যাংকক থেকে দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ কোরিয়া