আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ালেন জেফ অ্যালারডাইস। চার বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যালারডাইসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এ প্রসঙ্গে অ্যালারডাইস জানান, সরে দাঁড়ানোর জন্য এটাই তার কাছে সঠিক সময় মনে হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পেছনে 'নতুন চ্যালেঞ্জ নেওয়ার' আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।
গেলো বছরের ১ ডিসেম্বর ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। জয় শাহ দায়িত্ব গ্রহণ করার দুই মাসের মধ্যেই সরে দাঁড়ালেন অ্যালারডাইস।
বিদায়ী বার্তায় ৫৭ বছর বয়সী অ্যালারডাইস বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তৃতি বাড়ানো থেকে শুরু করে আইসিসির সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন করা পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি, তাতে আমি ভীষণ গর্বিত।
২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। শুরুতে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি। এরপর ২০২১ সালের নভেম্বরে তিনি সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন অ্যালারডাইস।
অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইসিসির চেয়ারম্যান জয় বলেন, প্রধান নির্বাহী থাকাকালীন তার নেতৃত্ব ও নিবেদনের জন্য আইসিসি বোর্ডের পক্ষ থেকে জেফকে (অ্যালারডাইস) আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তার প্রচেষ্টা বিশ্বব্যাপী ক্রিকেটকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার কাজের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।
সেই সাথে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি আরও জানিয়েছে, অ্যালারডাইসের উত্তরসূরি নিয়োগ দিতে পরবর্তী পদক্ষেপ নেবে তারা।
জিএমএম