ঢাকার বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বেশ কয়েকজনকে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আনিসুল হককে ৩ দিনের, বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় আতিকুল ইসলামকে ৪ দিনের, মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আসাদুর রহমান কিরণকে ৪ দিনের এবং ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলায় তানভীর হাসান সৈকতকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন তাদের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এছাড়া, রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা সহ আরও ১০ জনকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসি//