বিভিন্ন সময় ইসলাম নিয়ে বক্তব্য দিয়ে ইতিবাচকভাবে চর্চায় থাকেন দেশের জনপ্রিয় আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। অনেক সময় জীবনযাপন নিয়েও কথা বলতে দেখা যায়। ক্ষেত্র বিশেষ দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকেন তিনি।
মিজানুর রহমান আজহারী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাহফিলের পাশাপাশি মাঝে মধ্যে সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। অথচ এবার সেই সোশ্যাল মিডিয়া নিয়েই বিপাকে পড়লেন তিনি। জনপ্রিয় এ বক্তাকে লাস্ট ওয়ারনিং দিয়েছে ফেসবুক। আর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
মিজানুর রহমান আজহারী লিখেছেন, আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেইজ। রিচ ডাউন করে দেওয়া হয়েছে।
তিনি লিখেছেন, ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে। নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলাসহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতোপূর্বেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজসাধ্য নয়।
জনপ্রিয় এই ইসলামী আলোচক লিখেছেন, প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্লাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ারনিং দিয়ে জানিয়েছে যে, আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।
শুভানুধ্যায়ীদের প্রত্যাশা থাকে, যেন চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি উল্লেখ করে তিনি আরও লিখেছেন, আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট।
সবশেষ মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘ স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছেমতো সব বলতে বা লিখতে পারিনা। প্রজেক্ট আলফা সংক্রান্ত কিছু আপডেট দেয়ার ছিল। লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে, এটা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতুটুকু পৌঁছাবে। সপ্তাহে প্রতি জুমার নামাজের পরপরই আমাদের নিয়মিত আপডেট থাকে। সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইল। তাছাড়া আমাদের প্রতিটা পোস্টের আপডেট সরাসরি আপনার মেসেঞ্জারে পেতে আমাদের অফিশিয়াল ফেসবুক ব্রডক্যাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ রইল।’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া ফেসবুকে ৭৪ লাখেরও বেশি মানুষ অনুসরণ করেন মিজানুর রহমান আজহারীকে। আর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে তার অনুসারীর সংখ্যা ৩০ লাখেরও বেশি। এসব মাধ্যমে এ ইসলামি বক্তা সক্রিয় হওয়ায় সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তার সম্পর্কে কিংবা তার দেয়া মতামত এবং ইসলাম সম্পর্কে জানতে পারেন। এক্ষেত্রে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ।
এসি//