রাজনীতি

বিএনপি কখনো বিভাজনের রাজনীতি করে না : মির্জা ফখরুল

ছবি: ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান- তা একবারের জন্যও ভাবিনি। সবাই একসঙ্গে লড়াই করেছি। আস্থা রাখবেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমরা কখনো বিভাজনের রাজনীতি করিনি।

বুধবার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি মন্দিরে শনিদেব মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাজনীতি মাঝে-মধ্যে আমাদের আলাদা করে দেয়। সেই রাজনীতি আমাদের পরিহার করতে হবে।

তিনি বলেন, প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে। এই ফেসবুক ও সোশ্যাল মিডিয়া আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে। সেখানে এমন সব কথা বলে–লেখে, উসকানি দেয়। এতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে।

বিএনপির মহাসচিব বলেন, আমি আপনাদেরই একজন। তবে আমার একটা অভিযোগ আছে। আমাকে কিছুদিন ওরা দূরে সরিয়ে রেখেছেন। রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া তো পাপ নয়, যে যার মতো রাজনীতি করবেন।

তিনি বলেন, আপনারা বুকে একটু জোর আনেন। আমরা আগের মতো সেই সম্পর্ক আবার তৈরি করি। আমরা সবাই মিলে একটা চমৎকার সমাজ গড়ে তুলি, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ভেদাভেদ থাকবে না।

এ সময় মন্দিরের ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলার সভাপতি মনোরঞ্জন সিং, সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুণ্ডু প্রমুখ। 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা ফখরুল | বিএনপি