ফুটবল

দেম্বেলের গোল আর দোন্নারুম্মার প্রতিরোধে পিএসজির জয়

আর্সেনালের দর্শকরা তখনো ঠিকঠাক নিজেদের আসনে বসেননি। এর মধ্যেই লন্ডনের এমিরেটস স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন উসমান দেম্বেলে।

ম্যাচের মাত্র চার মিনিটেই ফারসি এই তারকার গোলে এগিয়ে যায় পিএসজসি। এরপর শুরু হয় জিয়ানলুইজি দোন্নারুম্মা শো।  

লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের বিপক্ষে ‘একাই একশ’ হয়ে উঠেন ইতালিয়ান এই গোলরক্ষক। একটি দুটি নয় আর্সেনালের পাঁচ–পাঁচটি গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি।

শেষ পর্যন্ত দেম্বেলের গোল আর দোন্নারুম্মার অসাধারণ সেভগুলোই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।  বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে তাদেরই মাঠে ১–০ ব্যবধানে হারায় পিএসজি। 

আগামী বুধবার নিজেদের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে হার এড়ালেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে পিএসজি।