ফুটবল

ম্যানসিটিকে দিশেহারা করে গল্প লিখলো পিএসজি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বার্সেলোনা আগের রাতে যে গল্প লিখেছে, সেই গল্পই লিখলো প্যারিস সেইন্ট জার্মেই। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৪-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছে পিএসজি। এতে এখনো শেষ ষোলোতে চোখ রাখছে ফরাসি ক্লাবটি। পয়েন্ট তালিকার ২৬ নম্বর থেকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন ২২ নম্বরে আছে তারা। অন্যদিকে সিটির জন্য একেবারে ছিটকে যাওয়ার মঞ্চ তৈরি হয়ে আছে। 

ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দল। ১০ মিনিটে পিএসজির আক্রমণ, ১৩ মিনিতে দেখা যায় ম্যানসিটির আক্রমণ। অবশ্য তখন গোল করতে পারেননি দুই দলের কেউ।

প্রথামার্ধে একাধিক আক্রমণ করার পরও কোনো গোল আসেনি। বিরতির পর ৫০ মিনিটের মাথায় বদলি নামা জ্যাক গ্রিলিশ গোল করেন। এর ৩ মিনিটের মাথায় সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড।

অবশ্য সিটি যদি তখন স্বস্তি পেয়ে থাকে, তা ছিল ভুল। পিএসজির হয়ে ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোল করেন উসমান দেম্বেলে। এরপর ৬০ মিনিটের মাথায় ব্রাডলি বারকোলা দুর্দান্ত এক গোলে সমতায় ফেরান পিএসজিকে।

সমতায় এনে নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে তোলে ফরাসি ক্লাবটি। এরপর ম্যাচের ৭৮ মিনিট ও ম্যাচের শেষদিকে জোয়াও নাভাস ও গনসালো রামোসের গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

 

ম্যাচটি এমন ব্যবধানে রেখেই শেষ করে। সিটিকে পুড়তে হয় হতাশায়, আক্ষেপে। 

এমএইচ// 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যানসিটিকে | দিশেহারা | করে | গল্প | লিখলো | পিএসজি