উয়েফা নেশনস লিগে বেলজিয়ামকে হারিয়ে জয় পেয়েছে ফ্রান্স। ম্যাচের বেশিরভাগ সময় কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলেছে দলটি। এমবাপ্পে নামার আগেই অবশ্য ২ গোল দিয়ে বসে তারা, শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বেলজিয়ামকে পরাজিত করেছে ফরাসিরা।
ফ্রান্স ছাড়াও নেশনস লিগে ইসরাইলের বিপক্ষে জিতেছে ইতালি। অস্ট্রেয়াকে হারিয়েছে নরওয়ে, গোল করেছেন আর্লিং হল্যান্ড। এদিকে কাজাখস্থানের বিপক্ষে জয় নিশ্চিত করেছে স্লোভানিয়া।
শুরুর একাদশে ছিলেন না এমবাপ্পে। ম্যাচের প্রথমার্ধে ৩০ মিনিটে কোলো মুয়ানির করা গোলে এগিয়ে যায় ফ্রান্স। বেলজিয়াম অবশ্য শুরুতে বেশ আক্রমণ করেই খেলেছিল, তবে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে গিয়ে ৫৭ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট করেন উসমান দেম্বেলে, আর তাতে সহজেই গোল পেয়ে বসেন।
শেষ পর্যন্ত এই দুই গোলই ফ্রান্সকে জিতিয়েছে।
এম এইচ//