বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন যুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান আসলেন বিদেশ থেকে, এদেশের জনগণ ভালোবাসা দেখাতে কমতি রাখে নাই। কিন্তু তিনি এসেই যারা তাকে নেতা বানালো তাদের ওপরেই বাকশালী স্টিমরোলার কায়েম করলেন।
বুধবার (৩০ এপ্রিল) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি'র যুগ্ম মহাসচিব বলেন, কেউ কেউ বলেন উনাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমি বলি উনি আত্মহত্যা করেছেন। কারণ নেতার সাথে যতক্ষণ জনগণ থাকেন, ততক্ষণ নেতার গায়ে কেউ ছোঁয়ার সাহস পায় না।
তিনি বলেন, আমরা সব সময় দেখতে চাই দেশে এরকম একটা গোষ্ঠী থাক ছাত্ররা থাক যারা থাকবে নির্লোভ, যাদের মধ্যে কোন লোভ থাকবে না ক্ষমতার। কিন্তু যখন দেখি সেই ছাত্রদের ভিতর ক্ষমতার লোভ তখন মনে কষ্ট লাগে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকারে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল।
তাড়াইল সাচাইল কাসেমুল উলুম দারুল হুদা মাদ্রাসা মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম।
এসময় অন্যদের মাঝে আরও বক্তব্য রাখে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।
এমএ//