কোপা দেল রে'র ফাইনালে রেফারির সাথে বাজে আচরণ করায় ৬ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন আন্তনিও রুডিগার। একই সময়ে লাল কার্ড দেখা রিয়াল তারকা জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজের মধ্যে ভাসকেজ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেও প্রমাণ না মেলায় বাতিল করা হয়েছে বেলিংহামের লাল কার্ড। তাই কোনো নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না এই ইংলিশ এই মিডফিল্ডারকে।
গেলো শনিবার রাতে কোপা দেল রে'র ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে শেষদিকে ফ্রি-কিক দেওয়াকে কেন্দ্র করে রেফারি রিকার্দো দে বুর্গোসের দিকে বরফ ছুঁড়ে মারেন রুডিগার। এছাড়াও জার্মান এই ডিফেন্ডার রীতিমতো তেড়ে যান রেফারির দিকে।
নিজের রিপোর্টে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া বলেছেন, এরই মধ্যে মাঠ থেকে তুলে নেওয়া রুডিগারকে ১২০তম মিনিটে ‘একটি বস্তু ছোড়ার জন্য’ লাল কার্ড দেখানো হয় এবং ‘তাকে কোচিং স্টাফের বিভিন্ন সদস্য দ্বারা আক্রমণাত্মক মনোভাব দেখানোর সময় নিবৃত্ত করতে হয়।’
রেফারির এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মূলত তদন্তের পর শাস্তি দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তারা জানিয়েছে, ‘রেফারির বিরুদ্ধে হিংসাত্মক আচরণের জন্য রুডিগারকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।’