দেশের বিভিন্ন প্রক্ষাগৃহ ও সিনেপ্লেক্স কাঁপানোর পর `বরবাদ ঝড়’ এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও দাপিয়ে বেড়াচ্ছে।
প্রথম দিনেই আমেরিকার বিভিন্ন সিনেমা হল ও মুভি থিয়েটারে হাউজফুল বরবাদ।যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা বরবাদকে দারুনভাবে গ্রহণ করেছেন।
গেলো ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই সেখানকার বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক সাড়া ফেলে।
এদিকে এমন সাফল্যের মধ্যে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু অঙ্গরাজ্যেও চলছে ‘বরবাদ’, সেখানেও ছবিটি রয়েছে বেশ দাপুটে অবস্থানে।
টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান।
শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছেন ভক্ত-অনুসারীরা।
সিনেমার আবহ সংগীত, গান, ফাইটিং দৃশ্য, নৃত্য ও দুর্দান্ত সংলাপ পছন্দসই হয়েছে বলেও হলফেরত দর্শকদের অনেকের মন্তব্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের হলগুলোতে বরবাদ সিনেমাটি দারুনভাবে হিট করেছে। রাজধানী ওয়াশিংটন ডিসিসহ লস এঞ্জেলস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে ‘বরবাদ’।
যেসব থিয়েটারে বরবাদ প্রদর্শিত হচ্ছে সেসবগুলো থেকে প্রত্যাশিত ব্যবসা পাওয়া যাচ্ছে।
আসছে দিনগুলোতে দর্শকদের উপস্থিতি এমনই থাকবে। যুক্তরাষ্ট্রে বরবাদ সিনেমা নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন এসকে ফিল্মস ইউএসএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা সাগর।
এ সময় বাংলা সিনেমা প্রসঙ্গে আশা ব্যক্ত করে তিনি বলেন, এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি।
এমনকি বড় বড় সিনেমা চেইনগুলোর ধারণা বাংলা সিনেমাই বক্স অফিস ফ্লপ!এতে করে বাংলা সিনেমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল দর্শকদের বিরাট অংশ।
তবে ‘বরবাদ’ এখানকার দর্শকদের হতাশ করেনি। যুক্তরাষ্ট্রের থিয়েটারগুলোতে বেশ ভালো চলছে। প্রায় প্রতিটি হলেই ছিল দর্শকদের উপচেপড়া ভিড়।
শাহরিন আক্তার সুমি প্রযোজিত বরবাদ ছবিতে শাকিব খান, ঢালিউডের অন্যতম প্রধান খলনায়ক মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম ছাড়াও অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল ও অভিনেতা যীশু সেনগুপ্ত।
দেশের বাজারে ছবিটি ব্যাপক সাফল্যের পর আমেরিকার পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালিতেও ঝড় তুলেছে।
এমআর//