আন্তর্জাতিক

ইটের জবাবে পাথর মারার হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: এএফপি

ভারত থেকে একটি ইট আসলে পাকিস্তান পাথর ছুড়ে তার জবাব দেবে বলে জানিয়ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, গেলো মঙ্গলবার (২৯ এপ্রিল) সিনেটে বক্তব্য দেওয়ার সময় ইসহাক দার এই হুমকি দেন।

ইসহাক বলেন,‘পেহেলগামের হামলার ঘটনাকে ভারত সাজানো নাটক হিসেবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে। ভারত একতরফাভাবে এ চুক্তি বাতিল করতে পারে না।

এদিকে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে  হামলা ও হতাহতের ঘটনায় উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে ‘হাই অ্যালার্ট’-জারী করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে  এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, দেশটির আকাশসীমা ব্যবহারকারী বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে। পাকিস্তানে এখনও ভারতীয় বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল আছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলোও তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণে আছে।

এমএ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | কাশ্মীর