বাংলাদেশ

কীভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ! প্রশ্ন সারজিসের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আসছে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ ৫ টি কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে কথা বলেন তিনি।

সারজিস আলম প্রশ্ন রাখেন, ‘এত মানুষ হত্যা করার পরও শেখ হাসিনা কীভাবে কর্মসূচি ঘোষণা করেন? যে দেশে এত হত্যাযজ্ঞ হয়েছে, সেখানে এলে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হবে।‘

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা তরুণদের চিন্তাভাবনাকে হুমকি হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘তরুণদের যদি নেতৃত্ব দিতে না দেওয়া হত, তবে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান সম্ভব হত না। তরুণদেরকে দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে।‘

নাগরিক কমিটির এই সংগঠক বলেন, ‘যত ধরনের রাজনীতিবিদরা রয়েছেন, তারা এই প্রজন্মের কালচার এবং মানসিকতার সাথে খাপ খাইতে পারছেন না। তারা কেবল নিজেদের স্বার্থে ভাবেন, আর এটাই তাদের বড় সমস্যা।‘

সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পর থেকে চিন্তাভাবনায় বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই, তথাকথিত রাজনীতিবিদরা সে ভাবে ভাবছেন না। তাদের চিন্তা-ভাবনা হলো, যে বসছে, সে আমার স্বার্থের উপকার করবে কি না।‘ 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় নাগরিক কমিটি #সারজিস আলম #মুখ্য সংগঠক #আওয়ামী লীগ