জাতীয়

অভিবাসন নীতি নিয়ে সাবেক মার্কিন কূটনীতিক

বাংলাদেশের ট্রাম্প প্রশাসন থেকে ভয় পাওয়ার কিছু নেই

কূটনৈতিক প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সিনিয়র কূটনীতিক জন ড্যানিলোভিচ ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের ট্রাম্প প্রশাসনকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন ডিপার্টমেন্ট অফ স্টেটের সাবেক সিনিয়র কূটনীতিক জন ড্যানিলোভিচ।

স্থানীয় সময় মঙ্গলবার(২৮ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডল এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের এ পরামর্শ দেন ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক এই ডেপুটি চিফ অব মিশন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। দ্বিতীয় মেয়াদ শুরুর সঙ্গে সঙ্গেই অভিবাসন সম্পর্কিত একাধিক নির্বাহী আদেশ জারি করেছেন।

গেলো ২৫ জানুনয়ারি রয়টার্সের এক প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ মেনে সি-১৭ উড়োজাহাজে করে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। ফলে অন্যা্ন্য দেশের অবৈধ অভিবাসীদের মতো বাংলাদেশিদের মধ্যেও ধরপাকড়ের আতঙ্ক দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে স্বাধীন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সিনিয়র কূটনীতিক জন ড্যানিলোভিচ নিজের সোশ্যাল হ্যান্ডল এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘বাংলাদেশের ট্রাম্প প্রশাসন থেকে ভয় পাওয়ার কিছু নেই এবং এর পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের সাথে অংশীদারিত্বে একটি ভাল ভবিষ্যত গড়ে তোলার এই ঐতিহাসিক সুযোগের সদ্ব্যবহার করার দিকে মনোনিবেশ করা উচিত।’

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন জন ড্যানিলোভিচ