ইসরাইলের কারাগার থেকে আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছে আজ, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। যার মধ্যে ৩০ জন শিশু রয়েছে। এই মুক্তি গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দেয়া হচ্ছে।
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা একটি মানবাধিকার সংগঠন এসব তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব এক বিবৃতিতে জানায়, 'আজ ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে।'
সংগঠনটি জানিয়েছে, মুক্তি পাওয়া বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছাবেন। তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, এবং ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে বন্দি ছিলেন। এছাড়া, মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে।
এটি হবে ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৃতীয় বন্দিবিনিময়। এখন পর্যন্ত, দুইটি বন্দিবিনিময়ে ৭ ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। এর মধ্যে একজন জর্ডানীয় নাগরিকও ছিলেন।
অন্যদিকে, হামাস বৃহস্পতিবার ৩ ইসরাইলি জিম্মির পাশাপাশি ৫ থাই নাগরিককেও মুক্তি দেবে। এই ৩ ইসরাইলি জিম্মি হলেন আরবেল ইয়েহুদ, আগাম বার্গার এবং গাদি মোজেস। তবে, ৫ থাই নাগরিকের পরিচয় এখনও জানা যায়নি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আগামী শনিবার চতুর্থ বন্দিবিনিময়ে ৩ ইসরাইলি পুরুষকেও মুক্তি দেয়া হবে।
এমএইচ//