খেলাধুলা

নাইমের শতকে খুলনার দুইশো ছাড়ানো সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

ছবি: খুলনা টাইগার্স/ফেসবুক

মোহাম্মদ নাইম শেখের ৫৫ বলে শত রানের ইনিংসে ২২০ রানের সংগ্রহ তোলে খুলনা টাইগার্স। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জেতে খুলনা। ওপেনিংয়ে নেমে দলকে শেষ পর্যন্ত রান সরবরাহ করেছেন নাইম শেখ। তিনি অপরাজিত ছিলেন ৬২ বলে ১১১ রানে। এই ইনিংসে ছিল ৭ টি চার ও ৮ টি ছয়ের মার।

মেহেদী হাসান মিরাজ উদ্বোধনী জুটিতে নাইমের সঙ্গী ছিলেন। তিনি ১২ বলে ২১ রানে ফিরেছেন। তিনে নামা অ্যালেক্স রস ১৪ বলে ১২ রান করে রানআউটের শিকার হন।

তবে নাইম ছিলেন একপ্রান্তে অনবদ্য। উইলিয়াম বসিসতোর সঙ্গে তৈর হয় ৮৮ রানের জুটি। বসিসতো ২১ বলে ৩৬ রানে ফিরলে, মাহিদুল ইসলাম অঙ্কন যোগ দেন নাইমের সঙ্গে।

অঙ্কন ও নাইম মিলে পঞ্চাশোর্ধ জুটি গড়েন। শেষ ওভারে অঙ্কন ক্যাচ দিয়ে ১৫ বলে ২৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। নাইমের সাথে বাকি দুই বল ক্রিজে ছিলেন আবু হায়দার রনি।

এমএইচ// 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নাইম শেখ | খুলনা টাইগার্স | রংপুর রাইডার্স