খেলাধুলা

প্লে-অফের আগে টানা চার ম্যাচ হারলো রংপুর

স্পোর্টস ডেস্ক

প্লে-অফের আগে টানা চার ম্যাচে পরাজিত হলো রংপুর। এবার তাদেরকে থামিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নামা খুলনা মোহাম্মদ নাইমের শত রানের ইনিংসে ভর দিয়ে ৪ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে রংপুর। এতে ৪৬ রানের জয়ে সেরা চারে থাকার আশা বাঁচিয়ে রাখলো খুলনা।

পাহাড়সম লক্ষ্যমাত্রা টপকাতে পারেনি রংপুর। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার শেষ ওভার পর্যন্ত খেলেছেন। হাসান মাহমুদের ইয়র্কারে ফেরার আগে ৪৮ বলে ৭৪ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

রংপুরের বাকি ব্যাটাররা তেমন কোনো অবদান রাখতে পারেননি। শেখ মেহেদী হাসান ১৪ বলে ২৭ রান, ইফতিখার আহমেদ ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন। এছাড়াও মোহাম্মদ সাইফউদ্দিন ১৮, রাকিবুল হাসান ১৪ রানে ফিরেছেন।

খুলনা টাইগার্সের পক্ষে বল হাতে মুশফিক হাসান একাই ৩ উইকেট নিয়েছেন। মোহাম্মদ নওয়াজ শিকার করেছেন ২ উইকেট।

এর আগে, মোহাম্মদ নাইম শেখের ৫৫ বলে শত রানের ইনিংসে ২২০ রানের সংগ্রহ তোলে খুলনা টাইগার্স। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জেতে খুলনা। ওপেনিংয়ে নেমে দলকে শেষ পর্যন্ত রান সরবরাহ করেছেন নাইম শেখ। তিনি অপরাজিত ছিলেন ৬২ বলে ১১১ রানে। এই ইনিংসে ছিল ৭ টি চার ও ৮ টি ছয়ের মার।

মেহেদী হাসান মিরাজ উদ্বোধনী জুটিতে নাইমের সঙ্গী ছিলেন। তিনি ১২ বলে ২১ রানে ফিরেছেন। তিনে নামা অ্যালেক্স রস ১৪ বলে ১২ রান করে রানআউটের শিকার হন।

তবে নাইম ছিলেন একপ্রান্তে অনবদ্য। উইলিয়াম বসিসতোর সঙ্গে তৈর হয় ৮৮ রানের জুটি। বসিসতো ২১ বলে ৩৬ রানে ফিরলে, মাহিদুল ইসলাম অঙ্কন যোগ দেন নাইমের সঙ্গে।

অঙ্কন ও নাইম মিলে পঞ্চাশোর্ধ জুটি গড়েন। শেষ ওভারে অঙ্কন ক্যাচ দিয়ে ১৫ বলে ২৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। নাইমের সাথে বাকি দুই বল ক্রিজে ছিলেন আবু হায়দার রনি। 

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন খুলনা টাইগার্স | রংপুর রাইডার্স