বাংলাদেশ

ঢাকায় ছাত্রশিবিরের গণমিছিল অনুষ্ঠিত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরফ্যাসিস্ট  সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই মিছিল করে শিবিরের ঢাকা মহানগর শাখা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়।

গণমিছিলটি বায়তুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রশিবিরের নেতারা নারে তাকবির, আল্লাহ হুক বর, ছাত্রশিবির জিন্দাবাদ,  আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, হই হই রইরই ছাত্রলীগ গেলি কই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,  ছাত্রলীগের ঠিকানা, এই  বাংলায় হবে না, ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলা হবে না, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনা ফাঁসি চাই- এসব স্লোগান দিতে থাকেন।

ছাত্রশিবিরের এই গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছে বলে জানা যায়। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন গণমিছিল | বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির | ঢাকা মহানগর শাখা