দেশজুড়ে

বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

চট্টগ্রামে নেভী কনভেনশন  সেন্টারে ছেলের বৌ-ভাতের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করছে পুলিশ

শনিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলশী থানা পুলিশ তাকে অবরুদ্ধ অবস্থা থেকে আটক করে থানায় নিয়ে যায়। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গতকাল রাতে ওই বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন খবর শুনে সেখানে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। খাদিজাতুল আনোয়ার সনি, আটক ফখরুল আনোয়ারের ভাতিজি।

তারা এ সময় আমার ভাই কবরে, খুনি কেন বাইরেসহ নানা স্লোগান দিতে থাকেন। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির সঙ্গে আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের আগেই বিয়ে হয়েছিল। শনিবার রাতে ওই বিয়ের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আই/এ