রংপুর রাইডার্স শিবিরে নতুন বিদেশি খেলোয়াড় আগমনের খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড ও ইংল্যান্ড ব্যাটার জেমস ভিন্স আজ (সোমবার) রংপুর দলে যোগ দেবেন।
সম্প্রতি শেষ হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি। সেখানে খেলা কিছু বিদেশি ক্রিকেটারদের পাওয়ার আশা করছিল একাধিক বিপিএল দল। এরমধ্যে ফরচুন বরিশাল নিউজিল্যান্ড তারকা অ্যাডাম মিলনেকে দলে ভিড়িয়েছে।
রংপুর বিপিএলের শুরুতে দারুণ প্রতাপ দেখিয়েছে। টানা ৮ ম্যাচ তারা অপরাজিত ছিল। এরপর শেষ ৪ ম্যাচে পরাজিত হয়েছে দলটি। পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায়, বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিছুটা শূন্যতাও আছে দলে। রংপুর লিগ পর্ব শেষ করেছে টেবিলের তিনে থেকে।
এই অবস্থায় রাসেল, ডেভিড ও ভিন্সকে দলে নিয়ে শক্তিমত্তা বেশ বাড়বে রংপুরের। এছাড়াও কাউন্টি দল ডার্বিশায়ারের মিডল অর্ডার ব্যাটার অনেরিন ডোনাল্ডকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ, দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
এমএইচ//