সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীকে ঠোঁটঠাসা চুম্বন করে বিতর্কে জড়ান উদিত নারায়ণ। বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণে বেজায় ক্ষিপ্ত নেটপাড়ার একাংশ। গায়ককে তার বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে।
আর সেই আবহেই বর্ষীয়াণ উদিতকে কটাক্ষ করতে ছাড়লেন না খোলামেলা পোশাকে উন্মুক্ত শরীর দেখানোর কারণে নিত্য চর্চায় থাকা উরফি জাভেদও। স্পষ্টবক্তা হিসেবেও দুর্নাম তার। সম্প্রতি নিজের ধর্ম এবং বিয়ে নিয়ে কথা বলে নতুন করে শিরোনামে। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও শরীর প্রদর্শন নিয়ে বিন্দুমাত্র ছুতমার্গ নেই।
এবার তরুণীকে ঠোঁটঠাসা চুম্বন কাণ্ডে ব্যঙ্গ করে উরফি জাভেদ বলেন, ‘৬৯ বছর হতে চলল উদিত নারায়ণের। এখন ওঁর যা বয়স এই বয়সে এটাই হয়। ওঁকে কী করেই বা দোষ দিই?” কটাক্ষ করতে গিয়ে উদিতের গাওয়া গানের লাইনই ধার নিয়ে উরফি গুনগুনিয়ে ওঠেন, ‘কিস কিস কো প্যায়ার করু ম্যায়…।’
দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উদিতের বেশ কয়েকটি ভিডিও। একের পর এক মহিলা অনুরাগীর গালে, ঠোঁটে চুম্বনের সেই মুহূর্ত রীতিমতো চর্চায়। এ প্রসঙ্গে উদিতের মত একেবারে স্পষ্ট। এই ঘটনার তার কোনও অনুশোচনা নেই। স্পষ্টই বলেছেন, ‘আমি কি কখনও এমন কিছু করেছি যা আমাকে, আমার পরিবারকে কিংবা দেশকে বিব্রত করতে পারে? তা হলে জীবনের এই পর্যায়ে এসে আমি কেন সেটা করব? আমার ভক্তদের সঙ্গে সম্পর্ক ভীষণই গভীর। তারা আমায় পছন্দ করেন, আমিও তাদের ভালোবাসি। সেই কারণেই আমার কোনও অনুশোচনা কিংবা লজ্জা নেই।’
ঠিক কী ঘটেছে? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল। তা দেখেই তাজ্জব সকলে।
জেএইচ