আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান।
পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই উইন্ডিজ। নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার অর্জন করেছেন। ৩৫ বছরের মধ্যে প্রথমবারের মতো এশিয়ান দেশের বিরুদ্ধে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ক্যারিবিয়ানরা।
মুলতানে প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা ১০১ রান দিয়ে ১০ উইকেট শিকার করেন ওয়ারিকান। তিনি অপরাজিত ছিলেন ৩১ রানে। এই ম্যাচে অবশ্য পাকিস্তান ১২৭ রানে জয়ী হয়।
দ্বিতীয় ম্যাচে আবারও একই ভেন্যুতে জ্বলে ওঠেন ওয়ারিকান। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ রানের ইনিংস খেলেন। যার ফলে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানে থাকা উইন্ডিজ দল ১৬৩ রানে গিয়ে অলআউট হয়। এরপর বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।
ব্যাট হাতে পরের ইনিংসে ১৮ রান করেন ওয়ারিকান। এরপর বল হাতে মূল ঝলক দেখিয়েছেন। ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। এতে পাকিস্তানের বিপক্ষে ১২০ রানের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
সবমিলিয়ে ৮৫ রান সংগ্রহ করেছেন ওয়ারিকান, উইকেট শিকার করেছেন ১৯ টি।
জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হয়ে অভিব্যক্তিতে ওয়ারিকান বলেন, ‘এই পুরস্কার জিততে পারা সম্মানের বিষয়।‘
‘এই বছরে আমার অন্যতম একটি লক্ষ্য ছিল টেস্টে প্রথম ৫ উইকেট নেয়া। তবে আমি ভাবিনি এটা এত বিশাল হয়ে ধরা দেবে!’
এমএইচ//