ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক হাদি মাতারের বিচার শুরু হয়েছে। মার্কিন নাগরিক হাদি নিউজার্সির বাসিন্দা।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি আদালতে আইনজীবীদের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিচার শুরু হয়। আদালতে ৭৭ বছর বয়সি রুশদি সাক্ষ্য দেবেন বলে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সোমবার নিউইয়র্কের ওই আদালতে হাদির বিরুদ্ধে তাঁদের অভিযোগ তুলে ধরেন। সালমান রুশদিকে ছুরিকাঘাতের পর যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ানে তার বিস্তারিতও তাঁরা তুলে ধরেছেন।
নিউইয়র্ক পুলিশের ভাষ্য অনুযায়ি, ২০২২ সালের ১২ আগস্ট নিউইয়র্কের শিটোকোয়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে বুকার পুরস্কার বিজয়ী লেখক রুশদি লেখকদের নিরাপদ রাখার বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় দর্শকদের সারি থেকে মাতার মঞ্চে তার দিকে ছুটে যান এবং রুশদিকে ঘাড়ে, পেটে, বুকে, হাতে এবং ডান চোখে ১২ বারের বেশি ছুরিকাঘাত করেন। এতে সালমান রুশদির একটি চোখ পুরো অন্ধ হয়ে যায় এবং একটি হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়।
হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী সন্দেহে হাদি মাতার নামে ২৭ বছরের এক তরুণকে গ্রেপ্তার করে। তবে ওই তরুণ নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এমআর//