আন্তর্জাতিক

গাজা পুনর্গঠনে ৬ লাখ সাড়ে ৪১ হাজার কোটি টাকার প্রয়োজন: জাতিসংঘ

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা পুনর্গঠন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ‘মানবিক বিপর্যয়’কাটিয়ে উঠতে প্রয়োজন ৫৩ বিলিয়ন বা ৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছয় লাখ ৪১ হাজার ৫০০ কোটি টাকা।

জাতিসংঘের বরাত দিয়ে বুধবার(১২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এতথ্য জানায়।

জাতিসংঘ বলছে, এই অর্থের মধ্যে প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার বা দুই লাখ ৪২ হাজার কোটি টাকা।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘যদিও বর্তমান পরিবেশে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি, তবুও এই মূল্যায়ন গাজায় বিপুল পরিমাণ পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রাথমিক ইঙ্গিত দেয়।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনাবাহিনী।তাদের হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন  ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।  এছাড়া আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা