২০১৪ সালের পর আর পর্দায় ফেরেননি হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেখা। একসময় বলিউডের ‘চিরসবুজ ’ও ‘যৌন আবেদনময়ী’ এই অভিনেত্রী কেরিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তবে হঠাৎ করেই গেলো এক দশক ধরে তিনি ক্যামেরার সামনে নেই। হঠাৎ করে বলিউড থেকে কীভাবে বিমুখ হলেন তিনি?
৪০ বছরের অভিনয় জীবনে ১৮০টির অধিক চলচ্চিত্রে কাজ করা এই অভিনেত্রী কি ছবির প্রস্তাব পাচ্ছেন না? নাকি তিনি নিজেকে পরিকল্পিতভাবে সরিয়ে রেখেছেন সিনেমা জগত থেকে? এ প্রশ্নের উত্তর খুঁজছেন বহুদিন ধরেই তাঁর ভক্ত-অনুরাগীরা।
তাঁকে প্রায় ১০ বছর ধরে কেন পর্দার সামনে দেখা গেল না…। অথচ অমিতাভ বচ্চন শাবানা আজমি একের পর এক কাজ করে চলেছেন। সেই তালিকায় কি তবে রেখা আর থাকবেন না!
আর কি কোনওদিনই ছবি করবেন না তিনি? তাঁর ভক্তরা আজও এ প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। যদিও খুব একটা কৌতুহল সৃষ্টি না করেই, এ প্রশ্নের উত্তর নিজেই দিলেন এবার রেখা।
তিনবার ফিল্মফেয়ার পুরষ্কার পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে স্পষ্টভাবে বলেছেন, তিনি ছবি করবেন না এমন কোন সিদ্ধান্ত নেননি। ছবিতে কাজ তিনি করতেই পারেন, কিছু শর্ত আছে। প্রয়োজন সঠিক চরিত্র। ছবির প্রস্তাব পাচ্ছেন না এমন নয়, তবে কোনটা তিনি করবেন, আর কোনটা করবেন না, এই সিদ্ধান্ত একমাত্র তিনিই নেবেন। মনের মতো সেই স্ক্রিপ্ট আজও তাঁর হাতে পৌঁছায়নি। ৭০ বছর বয়সী এই অভিনেত্রী এই অভিনেত্রীর কথায় আক্ষেপও রয়েছে। তাঁর মতো কোনও চরিত্র যদি সৃষ্টি হয়, তবে ওই চরিত্র তাঁকে ঠিক খুঁজে বার করবে বলেই বিশ্বাস অভিনেত্রীর।
অভিনেত্রীর সোজা সাপ্টা জবাব, যে কেনো মাধ্যমেই তিনি ফিরতে রাজি আছেন। কাজ তিনি করতে চান, কাজ তিনি ভালবাসেন। সমস্যা একটাই মনের মতো চরিত্র না হলে এখন আর ছবি করতে চান না অভিনেত্রী। সেই কারণেই ফিরিয়েছেন অনেক ছবির প্রস্তাব। আর অপেক্ষায় আছেন মনের মতো এমন কোনও গল্পের, যেখানে কেবল তাঁকেই মানায়।
বলিউডের এভারগ্রীন তারকা রেখা। পুরো নাম ভানুরেখা গণেশন। আট থেকে আশি সবাই তাঁর প্রেমে মগ্ন। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেত্রী রেখা। আজও অভিনেত্রীর সৌন্দর্য আর গ্ল্যামারে মুগ্ধ তাঁর অগুণতি ভক্ত। জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন রেখা। সিনেমার ট্র্যাজেডির থেকে কোনও অংশে কম নয় তাঁর জীবন।
খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা দেন রেখা। তবে অভিনেত্রী হতে কোনওদিনই চাননি তিনি। এর আগে একাধিক সাক্ষাৎকারে পেশায় একজন বিমান সেবিকা হতে চেয়েছিলেন তিনি। সারা বিশ্ব ভ্রমণের সখ ছিল তাঁর। কিন্তু ভাগ্য তাঁর সাধ দেয়নি৷ তবে বিমান সেবিকা না হয়েও অভিনেত্রী হওয়ার পরে সারা বিশ্ব ভ্রমণ করে নিজের সখ পূরণ করেন রেখা।
১৯৬৬ সালে রাঙ্গুলা রত্নম নামে একটি তেলুগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু হয় রেখার। তবে নায়িকা হিসেবে ১৯৭০ সালে শাওন ভাদো নামে একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে পা দেন। প্রথম দিকে তার কিছু ছবি সাফল্য পেলেও সত্তর এর দশকের মাঝের দিকে রেখা অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন।
৪০ বছরের অভিনয় জীবনে রেখা ১৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। রেখা তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেন, দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। ১৯৮১ সালে উমরাহ জান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এমআর//