চ্যাম্পিয়নস ট্রফির আগে দুই দলের জন্যই শেষ প্রস্তুতি। অস্ট্রেলিয়াকে একেবারে কোণঠাসা করে দুই ওয়ানডে ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা।
প্রথম ওয়ানডেতে ৪৯ রানের জয়। আজ শেষ ম্যাচে ১৭৪ রানের বড় জয়। যেখানে অস্ট্রেলিয়াকে পড়তে হয়েছে লজ্জার রেকর্ডে। এশিয়ায় সর্বনিম্ন রানের দলীয় সংগ্রহ, ১০৭ তুলেই গুটিয়েছে তারা।
কলম্বোতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান কুশল মেন্ডিস। তার ব্যাটে আসে ১১৫ বলে ১০১ রান। যে ইনিংসে ছিল ১১ টি চারের মার।
ফিফটি পেয়েছেন নিশান মাদুশকা ও চারিথ আসালাঙ্কা। মাদুশকার ব্যাটে আসে ৭০ বলে ৫১ রান। আর অধিনায়ক আসালাঙ্কার ব্যাটে আসে অপরাজিত ৬৬ বলে ৭৮ রান। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
স্কোয়াডে একের পর এক পরিবর্তনের দলে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির ঘোষিত দল থেকে একাধিক ক্রিকেটার খেলছেন না। চোট, অবসর ও ব্যক্তিগত কারণে সরে যাওয়ার ঘটনা ঘটেছে।
এই রান তাড়া করতে গিয়ে ধকল পোহাতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ইনিংস বড় করার সুযোগ হয়নি কোনো ব্যাটারের। দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল ৩ জন। ট্রাভিস হেড ১৮, স্টিভ স্মিথ ২৯ ও জশ ইংলিস ২২ রান করেন। বাকিরা এক অঙ্কের মধ্যেই আসা-যাওয়ার কাজ সেরে নিয়েছেন।
ওভার ২৪.২ থাকতে ১০৭ রানে অলআউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার পক্ষে বল হাতে দুনিথ ওয়েল্লালাগে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। তিনটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এমএইচ//