পাকিস্তানে বালুচিস্তান প্রদেশের হার্নায় এলাকায় শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অন্তত ১০জন মারা গেছেন।
শুক্রবারের এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
স্থানীয় ওইসব কর্মকর্তারা জানান, হার্নায় এলাকা দিয়ে খনি শ্রমিকদের বহনকারী এক ট্রাক যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে ১০ জন খনি শ্রমিক মারা যান। ধারণা করা হচ্ছে, বোমাটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত শ্রমিকদের বেশিরভাগই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকার বাসিন্দা।
গেলো কয়েক বছর ধরে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত চলছে।
এনএস/