মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ করছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।তাদের নীতির ফলে সমস্যার সমাধান হবে না, শুধু সংঘাতই বাড়বে।এমন মন্তব্য করেছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শুক্রবার আরব নিউজ এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল নিয়ে ভুল হিসাব করছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস এবং মূল্যবোধকে উপেক্ষা করে। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংঘাত না বাড়িয়ে শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নেবেন-এমন আশাও প্রকাশ করেন এরদোয়ান।
এমআর//