চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বোলিং নিয়ে শঙ্কা আছে, এমনটি মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি মনে করেন, ভারতীয় দল লক্ষ্যমাত্রা তাড়া করার দিকে মনোযোগী হতে পারে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ভারতকে নিয়ে কথা বলতে গিয়ে এসব জানিয়েছেন আকাশ চোপড়া।
তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে এটা নিয়ম যে, যেটাই তোমার শক্তির জায়গা- সেটা দ্বিতীয়তে থাকা উচিত।‘
‘যদি তোমার বোলিং ভালো হয়, এটা পরে করো। যদি তোমার ব্যাটিং ভালো হয়, সেটা পরে করো। এই (ভারত) দলের ব্যাটিংটা ভালো।‘
আকাশ আরও বলেন, ‘আমরা বলছি আমাদের বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। পাশাপাশি আছে ৫ জন স্পিনার। যাইহোক, যদি সৎ থেকে আমরা বলি, বোলিংয়ে আমাদের ইস্যু আছে। আমাদের শক্তির জায়গাটা ব্যাটিং।‘
ম্যাচ জয়ের জন্য ব্যাটারদের ওপর চাপ থাকা ভালো বলে মনে করেন তিনি। টসে জিতলে নেয়া উচিত বোলিং। এখানে এই সাবেক ক্রিকেটার কুয়াশার বিষয়টিকেও সামনে এনেছেন। ফলে আগে বোলিং নেয়ার যুক্তিটা আকাশের কাছে আরও শক্ত।
এমএইচ//