মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবনতা কমে যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মুল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। যতবেশি মসজিদ নির্মিত হবে ততবেশি মুসল্লী তৈরি হবে। মানুষ যতবেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ ততবেশি অপরাধমুক্ত হবে। নামাজ মানুষকে সকল ধরণের গর্হিত কাজ থেকে দূরে রাখে। মুসল্লিবিহীন মসজিদ কেয়ামতের লক্ষণ উল্লেখ করে তিনি মসজিদকে আবাদ রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামী আবহ সৃষ্টি হচ্ছে এবং এতে করে দেশে ধর্ম পালনের যে ঐতিহ্য তা আরও বেগবান হবে। এ ছাড়া মানুষের নৈতিকতার উজ্জীবন ঘটবে।
পেকুয়া উপজেলা মডেল মসজিদটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করেছে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)' শীর্ষক প্রকল্পের আওতায় এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হয়েছে।
মসজিদের উদ্বোধন শেষে, কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। এছাড়া রাংকুট বৌদ্ধ বিহার, রাংকুট পদ্মবীনা ঝুলন্ত সেতু, মীরাক্কেল গার্ডেন সহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। এসময় উপদেষ্টা বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আই/এ