দুর্ঘটনা

কাভার্ড ভ্যান চাপায় নিহত ৫, আহত ১০

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  কাভার্ড ভ্যান চাপায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন  আরও ১০ জন। এ ঘটনায় এখনও হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর ঢাকামুখী যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট সাইমুন ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি পিকআপে ১৪ থেকে ১৫ নির্মাণ শ্রমিক ঢাকায় যাচ্ছিলোঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী হাফেজিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে পিকআপটি সড়কে উল্টে যায়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে ছিটকে পড়লে পেছন থেকে অন্য একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে  থানায় নিয়ে যাওয়া হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ হস্তান্তর করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ফেনী