রাজধানী ঢাকার উপকণ্ঠে ধামরাই মডেল প্রেসক্লাবের ২য় বর্ষপূর্তি ও নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক ফিতা কেঁটে কার্যালয়ের উদ্বোধন করেন।
সোমবার (১৭ই ফেব্রুয়ারী) ঢুলিভিটা কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি ও বায়ান্ন টিভির প্রতিনিধি এম শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (বিসিএস) জগদীশ চন্দ্র রায়, নিরাপদ সড়ক চাই ধামরাই শাখা সভাপতি এম নাহিদ মিয়া প্রমুখ।
এসময় ধামরাই মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ জাহিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ সভাপতি সাইদুর রহমান আপেল, প্রচার প্রকাশনা সম্পাদক জয়ন্ত পাইকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
আই/এ