কানাডার টরেন্টো বিমানবন্দরে ৮০ জন আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় উলটে যায়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি উল্টে যায়। তবে বিমানে বিস্ফোরণ হয়নি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদের মধ্যে একজন শিশু, ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ৪০ বছর বয়সী এক নারী রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বিমানটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।
তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সকলকেই অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটে। গেলো দুই সপ্তাহে আনুমানিক ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারে ঢেকেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি।
এমএ//