মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘দখল’ ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ভিন্ন গাজা তৈরি প্রস্তাবের প্রতি ইসরাইল প্রতিশ্রতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার নেতানিয়াহুর এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরাইলি প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, ১৫ মাসের যুদ্ধের শেষে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই এই উপত্যকাটি পরিচালনা করবে না।
জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যত নিয়ে ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গি’র প্রশংসা করার পরের দিনই ইসরাইলি প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন।
এমআর//