আন্তর্জাতিক

ইউরোপীয় নেতাদের সতর্কবার্তা

মস্কোর সাথে শান্তি চুক্তি ছাড়া যুদ্ধবিরতি কিয়েভের জন্য বিপজ্জনক

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন নিয়ে জরুরি বৈঠকে ইউরোপীয় নেতারা ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি না হলে ইউক্রেনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিপজ্জনক হবে। এমন সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় নেতারা।

সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে এমন সতর্কবার্তা দেন তারা।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রাশিয়ার সঙ্গে অনুষ্ঠিতব্য আলোচনা থেকে ইউরোপীয় মিত্র এবং কিয়েভের নেতৃত্বকে বাদ দেওয়ার পর এই বৈঠক ডাকা হয়।

জরুরি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন,  ‘প্রস্তুত এবং ইচ্ছুক। প্যারিসে আজকের বৈঠক থেকে এটাই আমার সিদ্ধান্ত।  ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ প্রস্তুত ও ইচ্ছুক।

বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন, নেতারা নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে প্রস্তুত। মার্কিন সমর্থনের ওপর ভিত্তি করে প্রতিটি পক্ষের সঙ্গে পদ্ধতি পরীক্ষা করে দেখা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ‘শক্তির মাধ্যমে শান্তি’ পদ্ধতির বিষয়ে ইউরোপ একমত।  শান্তি চুক্তি ছাড়া যুদ্ধবিরতি সম্পন্ন করা বিপজ্জনক বলে মনে করে ইউরোপ। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেন