বিনোদন

‘বিয়ের হ্যাটট্রিক’ করেও টিকল না হৃদয়ের সংসার

বিনোদন ডেস্ক

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকা হৃদয় খান মানেই শুধু হিট গান নয়, বিয়ে-বিচ্ছেদের নাটকীয় সিক্যুয়েলও সমান জনপ্রিয়। 

তৃতীয়বারের মতো বিয়ে করেও সংসার টিকিয়ে রাখতে পারলেন না হৃদয় খান। স্ত্রী হুমায়রা তাকে ডিভোর্স দিয়ে সম্পর্কের ইতি টেনেছেন! তবে এই খবর এতদিন ছিল লুকানো।

গুঞ্জন শোনা যাচ্ছে, হৃদয় খানের আচরণ ও জীবনযাপন নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন হুমায়রা। শেষ পর্যন্ত ডিভোর্স লেটার পাঠিয়ে সম্পর্কের সমাপ্তি টানেন তিনি। তবে বিষয়টি দীর্ঘদিন গোপন রাখেন হৃদয় ও তার পরিবার।

বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘এটা সেনসেটিভ ইস্যু, তাই এ নিয়ে কথা বলতে চাই না।’

২০১৪ সালের ১ আগস্ট  দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দেন হৃদয় খান। বয়সে বড়  সুজানাকে বিয়ে করে বেশ চমক লাগিয়েছিলেন তিনি। কিন্তু এক বছরের আগেই ২০১৫ সালের ৬ এপ্রিল সম্পর্কের ইতি ঘটে!

এরপর ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রার সঙ্গে নতুন সংসার শুরু করেন হৃদয় খান। বিয়ের কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন তারা।

তবে এটাই ছিল না হৃদয়ের প্রথম বা দ্বিতীয় সংসার। এরও আগে, ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামে এক নারীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সেই সম্পর্কও ভেঙে যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন হৃদয় খান | বিয়ে | বিচ্ছেদ