বাংলাদেশ

ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে: মির্জা ফখরুল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: বায়ান্ন/ফুটেজ

ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে। ছাত্র রাজনীতির ক্ষেত্রে এটা সবসময় মনে রাখতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর ছাত্রদলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে। শুধু মহল্লা-ভিত্তিক সংগঠন গড়ে তুললে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সংগঠন যদি গড়ে না তোলা হয় তাহলে কিন্তু হবে না। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাকে নেতৃত্ব দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান সংসদ নির্বাচনে তোমাকে জয় লাভ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সাহিত্য প্রতিযোগিতায় তুমি এগিয়ে যাবা, এ বিষয়গুলো না হলে তোমার যে বিকাশ, সেই বিকাশটা হবে না।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই হচ্ছো ভবিষ্যৎ। তোমরা এ দেশের সব কিছু তৈরি করবে। চাকরিতে বলো, রাজনীতিতে বলো, অর্থনীতিতে বলো, ব্যবসা-বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে বলো, তোমাদেরকেই বিষয়গুলো সামনে এগিয়ে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ছাত্রদলের সাফল্য কামনা করছি। এই প্রত্যাশা করছি, ছাত্রদল বিএনপিকে নেতৃত্ব দেবে। আসুন আমরা সেই বৃদ্ধ তরুণ কিশোর সবাই মিলে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর