চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে ভারতের বিপক্ষে। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কণ্ঠে শোনা গেছে আত্মবিশ্বাস। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানোর মুহূর্ত স্মরণীয় করে রাখতে দল হয়েই কাজ করে যাবেন তারা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক।
নাজমুল হোসেন বলেন, 'এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।'
সাম্প্রতিক স্মৃতি ও ভারতের বিপক্ষে ভালো স্মৃতি নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। শান্ত বলেন, 'আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।'
পাকিস্তান ও দুবাই দুই ভেন্যুতেই মানিয়ে নেয়ার চেষ্টায় থাকবে বাংলাদেশ। দর্শকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের (দুই ভেন্যুতেই) মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। যেখানেই খেলি উইকেট মানিয়ে নিয়ে খেলতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না। ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া। যেখানেই খেলি অনেক সমর্থক আসেন। হারি বা জিতি। দর্শকরা খেলার অংশ। আশা করি কালও আসবেন, আমাদের সমর্থন করবেন।'
এমএইচ//