বাংলাদেশ

কুষ্টিয়ায় ঘরের মধ্যে বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গ্রামে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিজ ঘরের বিছানায় লেপের নিচে মাথা ঢাকা অবস্থায় ছিল স্ত্রী রাবেয়া খাতুনের (৬৫) মৃতদেহ পাওয়া যায়। আর পাশেই ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন স্বামী ফরিদ উদ্দীনের (৭৫) লাশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফারাকপুর গোরস্থান পাড়া সংলগ্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে স্বামীর মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃদ্ধ ফরিদ উদ্দীনের মূল বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরে। সেখানে তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানেরা রয়েছেন। ভেড়ামারায় দ্বিতীয় স্ত্রীর সাথে বসবাস করতেন ফরিদ উদ্দিন। তারা দুজনেই দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাবেয়া খাতুনের প্রথম পক্ষের ছেলেরা তাদের বাড়ির পাশেই বাস করেন।

নিহতের পুত্রবধূ জানায়, শ্বশুর-শাশুড়ি পৃথকভাবে বসবাস করতেন এবং উল্লেখযোগ্য কোনো পারিবারিক কলহ ছিল না। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হতে পারে, বা কেন তারা আত্মহত্যা করতে যাবেন, তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না।

ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম জানান, টিনের ঘরটি ভেতর থেকেই আটকানো ছিল। বিছানায় লেপ দিয়ে মাথা ঢাকা অবস্থায় রাবেয়া খাতুনের লাশ পাওয়া যায়, তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পাশেই ঝুলন্ত অবস্থায় ফরিদ উদ্দীনের লাশ উদ্ধার করা হয়।

 

তিনি আরো বলেন, হত্যার আসল কারণ বের করার জন্য পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, স্ত্রীকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন ফরিদ উদ্দিন। দুই জনের লাশই ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বৃদ্ধ দম্পতি | কুষ্টিয়া