আন্তর্জাতিক

জেলেনস্কিকে নির্বাচন বিহীন স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প; মন্তব্যের কড়া সমালোচনায় ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে পৃথিবীতে আর কোনো দেশ থাকবে না।’

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রকে দিয়ে ৩৫ হাজার কোটি ডলার খরচ করিয়েছেন। এমন এক যুদ্ধে জড়িয়েছেন যাতে জয়ী হওয়া সম্ভব নয়। জেলেনস্কিকে সফল কৌতুকাভিনেতা হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, তিনি একটা জিনিসই ভাল করতেন, আর তা হল প্রেসিডেন্ট বাইডেনকে বাদ্যযন্ত্রের মত বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘ডিক্টেটর’ বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকার করাটা ভুল ও ভয়ংকর কাজ।’দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক জানান, ট্রাম্প অবাস্তব কথা বলছেন।' 

ট্রাম্পের মন্তব্যের পর ফোন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার সমর্থনের কথা জানান। 

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন ট্রাম্পের মন্তব্যের নিন্দা করেছেন। 

 

এছাড়া, জেলেনস্কিকে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন বেআইনি, অনৈতিক এবং যুক্তিহীনভাবে আন্তর্জাতিক আইন ভেঙেছেন। এটা মেনে নেওয়া যায় না।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন জেলেনস্কি | ডোনাল্ড ট্রাম্প