খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি

হৃদয়-জাকেরে মন্দের ভালো, বাংলাদেশ থামলো ২২৮ রানে

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ২২৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। শেষ ব্যাটার হিসেবে ১১৮ বল খেলে ১০০ রান নিয়ে ফিরেছেন হৃদয়। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ (১১৪) রানের ইনিংস খেলেছেন জাকের আলী। 

হৃদয় ও জাকেরের জুটি নানাভাবেই রেকর্ড তৈরি করেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি, যা সর্বোচ্চ। বাংলাদেশ দলের হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ। ভারতের বিপক্ষে যে কোনো দলের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। 

ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। হারশিত রানা ৩ টি এবং অক্ষর প্যাটেল ২ উইকেট নিয়েছেন।

বাংলাদেশ দল শুরুটা একেবারেই ভালো করেনি। প্রথম ওভারের শেষ বলে শামির শিকার হন সৌম্য। এরপর একের পর এক উইকেট হারিয়ে তছনছ হয়ে যায় টপ অর্ডার। তানজিদ তামিমের ইনিংসও থামে ২৫ রানে এসে। শূন্য রানের প্রতিযোগিতা চলছিল যেন! সৌম্যর পাশাপাশি নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমও সেই বিপর্যয়ে শূন্য রানে ফেরেন। পরে একই ফলাফল এসেছে তানজিম হাসান সাকিবের ভাগ্যেও। বাংলাদেশ ইনিংসে মোট ৪ টি শুন্যের দেখা পাওয়া গেল।

বাংলাদেশ যখন ৩৫ রান করে ৫ উইকেটে ধুঁকছে, তখন আশার আলো হয়ে এলেন হৃদয় ও জাকের। এই দুই ব্যাটার মিলে চাপ সামলে খেলতে থাকেন। একটা সময় দুজনেই পূরণ করে নেন হাফসেঞ্চুরি। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন তারা। শামির শিকার হয়ে জাকেরকে অবশ্য থামতে হয়। ভেঙে যায় ২০৬ বলে ১৫৪ রানের জুটি। তখন দলের রান ১৮৯, চলছিল ৪৩তম ওভারের খেলা। 

জাকের ৪ টি বাউন্ডারিতে ১১৪ বল খেলে ৬৮ রান নিয়ে আউট হন। তবে একপ্রান্ত আগলে ছিলেন হৃদয়। নতুন ব্যাটার হিসেবে হৃদয়কে সমর্থন দিতে থাকেন রিশাদ হোসেন। অবশ্য নিজেও কম যাননি। দুই ছক্কা ও এক চার নিয়েছেন ব্যাটে, ১২ বল খেলে ১৮ রান নিয়ে রানার শিকার হয়েছেন তিনি।

তাসকিন আহমেদ ক্রিজে থাকাকালীন সময়ে সেঞ্চুরির দেখা পান হৃদয়। বাংলাদেশের রান তখন দুইশো ছাড়িয়েছে। হৃদয় তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে। এই স্মরণীয় সেঞ্চুরির দিনে তিনি খেলেছেন ৬ টি চার ও ২ টি ছক্কা।

শেষপর্যন্ত ৫০তম ওভারের চতুর্থ বলে হৃদয় ফিরলে অলআউট হয় বাংলাদেশ। একপ্রান্তে ২ বলে শূন্য করে অপরাজিত ছিলেন মোস্তাফিজুর রহমান। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ভারত