রাজনীতি

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে দায় ছাত্রদলের : ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, কুয়েটে ছাত্র রাজনীতি  বন্ধ হলে এর জন্য ছাত্রদল দায়ী থাকবে। কুয়েটে যে ঘটনাটা ঘটল, আমি মনে করি কোথাও সামনে যদি ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়, এর জন্য স্পষ্ট, প্রমাণসহকারে ছাত্রদল দায়ী থাকবে

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি দাবি করেন,  আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি, ওই হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ সম্পৃক্ত হয়েছিল।

কুয়েটের ঘটনায় কারা দায়ী এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন,   ছাত্রদল দুই-তিন দিন আগ থেকে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে।  ঘটনার সূত্রপাত সেখান থেকেই হয়েছে। এরপর তাদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তারপর বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়েছে। এর জন্য দায়ী স্পষ্ট হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, কুয়েটে অনাকাঙ্খিত ওই ঘটনার জন্য ছাত্রশিবিরের কোনো দায় নেই।

জাহিদুল ইসলাম  বলেন, ‘কুয়েটে সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখানো হয়েছে। যদি এমন ঘটনা না ঘটত, তাহলে কি আজকে লাল কার্ডের ঘটনা ঘটত! আজকে কি এই অস্থিতিশীল পরিবেশ সারা দেশে তৈরি হতো! তাহলে এর জন্য দায়ী কে?’

এ ছাত্রনেতা বলেন, ‘যে ছাত্ররাজনীতির কারণে মানুষ হত্যা করতে হয়, যে ছাত্ররাজনীতির কারণে মায়ের বুক খালি হয়, সেই ছাত্ররাজনীতি আমরাও চাই না।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান মোর্শেদ, খুলনা মহানগরের সভাপতি আরাফাত হোসেন, সেক্রেটারি রাকিব হাসান, আইন ও সমাজসেবা সম্পাদক মো. আব্দুর রশিদ প্রমুখ।

 

আই/এ