বাংলাদেশের দেয়া ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত। রোহিত শর্মা ও শুবমান গিল ব্যাট করছিলেন দারুণ ছন্দে। বিশেষ করে রোহিতের ব্যাটিং ছিল নজরকাড়া। এমনকি তার ঝুলিতে এসেছে রেকর্ড।
দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১১ হাজার ওডিআই রানের মাইলফলক স্পর্শ করেছেন রোহিত। মোট ২৬১ ইনিংস লেগেছে এই ডানহাতি ব্যাটারের। অপরদিকে এই তালিকার শীর্ষে থাকা ভিরাট কোহলির ২২২ ইনিংস লেগেছে ১১ হাজার রান ছুঁতে।
দশম ওভারে তাসকিন আহমেদের শিকার হয়ে ৩৬ বলে ৪১ রান করে ফিরেছেন রোহিত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করেছে ভারত। গিল অপরাজিত আছেন ২৩ বলে ২৬ রান করে। নতুন ব্যাটার হিসেবে মাঠে এসেছেন ভিরাট কোহলি।
এমএইচ//