চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচটি ২১ বল হাতে রেখেই জিতেছে ভারত। টাইগারদের দেয়া ২২৯ রানের লক্ষ্যমাত্রা সহজেই পেরিয়ে গেছে তারা। শুবমান গিল পেয়েছেন সেঞ্চুরির দেখা। বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।
সকল দৃষ্টি নিজের ওপর নিয়ে পুরো ম্যাচ শেষ করে এসেছেন গিল। অপরাজিত ছিলেন ১২৯ বলে ১০১ রানে। তার ইনিংসে ছিল ৯ টি চার ও ২ টি ছক্কার মার।
ওপেনিংয়ে নামা গিল ও রোহিত দারুণ শুরু করেন ভারতের পক্ষে। রোহিত ফেরেন দলের ৬৯ থাকা অবস্থায়। তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৬ বলে ৪১ রান। একইসাথে ১১ হাজার ওডিআই রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার ইনিংস বড় করতে পারেননি। যথাক্রমে ২২ ও ১৫ রানে ফিরেছেন। অক্ষর প্যাটেল ৮ রানে বিদায় নিয়েছেন। কোহলি ও অক্ষরের উইকেট দুইটি নিয়েছেন রিশাদ। আইয়ারের উইকেট নেন মোস্তাফিজুর। কিছুটা চাপ সৃষ্টি হলেও, ভারতের ব্যাটিং গভীরতা যথেষ্টই। লোকেশ রাহুলের সঙ্গে এরপর জুটি গড়ে তোলেন একপ্রান্তে থাকা গিল। তারা দুজনে মিলেই ভারতকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন।
এমএইচ//