চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা স্বাগতিক হিসেবে মোটেও ভালো হলো না পাকিস্তানের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬০ রানের হার দিয়ে আসর শুরু হয়েছে দলটির। সেই ম্যাচে চোটে পড়ে ফখর জামান ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। এবার আইসিসি থেকে শাস্তিও পাচ্ছে দলটি।
করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের কারণে ম্যাচ ফি এর ৫ শতাংশ জরিমানা হয়েছে পাকিস্তানের।
ম্যাচের অনফিল্ড আম্পায়ার ছিল রিচার্ড কেটেলবরো ও শরফুদ্দৌলা ইবনে শহীদ। থার্ড আম্পায়ার ছিলেন জোয়েল উইলসন এবং ফোর্থ আম্পায়ার ছিলেন অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তারা প্রত্যেকেই এই সিদ্ধান্ত গ্রহণে একমত ছিলেন।
পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান শাস্তি মেনে নিয়েছেন। ফলে আর কোনো শুনানির প্রয়োজন নেই।
এমএইচ//