সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতেরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দ ফারুক হোসেন (৩২),একই গ্রামের মোহাম্মদ রনি হোসেন (২৩)।এঘটনায়নাম হারুন অর রশিদ (২৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, রাতে পাবনা থেকে একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাচ্ছিলো। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় পৌছলে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হয় এবং আহত হয় এক যাত্রী।
পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
আই/এ