পাবনা সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
আজ (২০ ফেব্রুয়ারী) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এঘটনাটি ঘটেছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওই যুবক একজন ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া কবজি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
আই/এ